মোবাইলে টাকা রিচার্জ করার ০৮টি নিয়ম জেনে নিন - ফ্রি রিচার্জ

বিকাশ থেকে রিচার্জ করার ২টি নিয়ম ২০২৪প্রিয় পাঠক, আপনি যদি যেকোনো সিমে মোবাইলে রিচার্জ করে নিতে চান। তাহলে আপনাকে প্রথমত মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে। আজকে আমি মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম বলার সাথে সাথে সকল ধরনের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে মোবাইলে টাকা রিচার্জ করতে হয় সেই বিষয় জানাবো।
মোবাইলে টাকা রিচার্জ করার ০৮টি নিয়ম
আপনি হয়তো এই সম্পর্কে অবগত আছেন যে আপনি চাইলে, যেকোনো ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন। ঠিক ওইরকম ভাবে আপনি চাইলে নিজ ঘরে বসেও মোবাইল রিচার্জ করতে পারবেন। আপনি যদি এই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে সম্পন্ন বিস্তারিত জানতে পারবেন, চলুন তাহলে জেনে নেওয়া যাক।

মোবাইলে টাকা রিচার্জ করার অ্যাপসঃ

বর্তমানে আমরা যারা মোবাইল ব্যাবহার করি তারা আগের মত দোকানে গিয়ে মোবাইলে টাকা রিচার্জ বা ফ্লেক্সিলোড করা প্রায় নেই বললে ভুল হবে না। কারণ বর্তমান সময়ে সবার হাতে রয়েছে এখন স্মার্ট ফোন আর এই স্মার্টফোনে রয়েছে বিভিন্ন ধরণের মোবাইল ব্যাংকিং এর সুবিধা। এসব মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজে ঘরে বসে বিপদে আপদে আপনার মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন।

এমনকি আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব এদের মোবাইলে ফ্রি চার্জে টাকা রিচার্জ করে দিতে পারবেন। তাহলে, চলুন নিচে থেকে দেখে আসি মোবাইল ব্যাংকিং ব্যবহার করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জানার আগে কি কি মোবাইল ব্যাংকিং রয়েছে। যার মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করার সুবিধা পাবেন।
  1. বিকাশ (Bkash)
  2. নদগ (Nagad)
  3. রকেট (Rocket)
  4. উপায় (Upay)
  5. শিওর ক্যাশ (SureCash)
চলুন এসব অ্যাপ ব্যবহার করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জেনে নেয়া যাক ---

বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম

বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি শুধু নিজের মোবাইলেই নয়। বরং আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন এমনকি যে কোন আরেকজনে নম্বরে টাকা পাঠানোর প্রয়োজন হয় তাহলে তা ও করতে পারবেন। আপনি দুইভাবে বিকাশ ব্যবহারের মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন। একটি উপায় হলো বিকাশ অ্যাপ ব্যবহার করে এবং অপরটি হলো *২৪৭# ডায়াল করে।

আমি আপনাদের বিকাশ থেকে মেবাইলে টাকা রিচার্জ করা এই দুইটা নিয়ম সম্পর্কে বিস্তারিত বলবো। তাবে চলুন নিচে দেখে নেওয়া যাক।

বিকাশ অ্যাপ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম

বিকাশ অ্যাপ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম এর ধাপগুলো হলো ---
  • প্রথমত আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে সার্চ দিতে হবে।
  • এরপরে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে।
  • তারপরে আপনার ফোনে বিকাশ অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে।
  • ফোন নাম্বার এবং পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপ এ লগ ইন করতে হবে।
  • মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করতে হবে।
  • যে নাম্বারে রিচার্জ করবেন সে নাম্বার টাইপ করুন অথবা কন্টাক্ট লিস্টে থাকলে সিলেক্ট করুন
  • অপারেটর সিলেক্ট করুন।
  • যত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণ লিখুন অথবা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে হবে।
  • আপনার বিকাশ একাউন্টের ৪ ডিজিটের পিন নাম্বার দিন।
  • মোবাইল রিচার্জ সম্পূর্ন করতে নিচের গোলাপী অংশটি ট্যাপ করে দরে রাখুন কিছুক্ষণ।
  • মোবাইল রিচার্জ হলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল নম্বরে কনফারমেশন এসএমএস চলে আসবে এবং মোবাইল রিচার্জ করা সম্পর্ন হবে।
আশাকরি আপনারা সহজে বুঝতে পারছেন, কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে মোবাইলে টাকা রিচার্জ করতে হয়।

বিকাশ থেকে *247# ডায়াল করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম

আপনারা যদি বিকাশ অ্যাপ ছাড়া মোবাইলে টাকা রিচার্জ করতে চান, তাহলে *২৪৭# ডায়াল করে খুব সহজে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন। চলুন তাহলে দেখা নেয়া যাক *২৪৭# ডায়াল করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম।
  • প্রথমে *247# ডায়াল করুন।
  • মেন্যু থেকে মোবাইল রিচার্জ অপশনটি সিলেক্ট করুন।তিন নম্বর অপশনটি
  • মোবাইল নম্বর অপারেটর সিলেক্ট করুন। যেমন গ্রামীনসিম রবি, বাংলালিংক, এয়ারটেল,এবং টেলিটকসিম, ইত্যাদি।
  • এরপরে আপনি পোষ্টপেইড অপশন সিলেক্ট করুন যা ১ নম্বর অপশন।
  • যে মোবাইল নম্বরে টাকা রিচার্জ করবেন সেই নম্বর লিখুন।
  • টাকার পরিমান লিখুন (সর্বনিন্ম 20 টাকা)।
  • ৪ ডিজিটের পিন নম্বর দিয়ে সেন্ড করে মোবাইলে টাকা রিচার্জ করার প্রক্রিয়া সম্পর্ন করুন।
ব্যালেন্স রিচার্জ হয়ে গেলে আপনার মোবাইএল কনফারমেশন মেসেজ যাবে যা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে টাকা রিচার্জ প্রকির‍্যাটি সম্পন্ন হয়েছে।

রকেট একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম

বিকাশ, মোবাইল ব্যাংকিং এর মতো আপনারা খুব সহজে রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা রিচার্জ করতে পারবেন। তাছাড়া, আপনি অন্যান্য মোবাইল গ্রহকের নম্বরে টাকা রিচার্জ করে দিতে পারবেন। তবে, সিটিসেল গ্রহকদের বাদে বাকি গ্রহকদের নম্বরে টাকা রিচার্জ করতে পারবেন। চলুন তাহলে রকেট মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম দেখে নিইঃ
  • প্রথমে *৩২২# ডায়াল করুন।
  • TopUp / Telco Service সিলেক্ট করুন।
  • TopUp অপশন সিলেক্ট করুন।
  • Self এবং Other অপশন দেখতে পাবেন, এখান থেকে Other অপশন সিলেক্ট করুন।
  • যে মোবাইল নম্বরে টাকা রিচার্জ করবেন সেই নম্বর লিখুন।
  • মোবাইল নম্বরের অপারেশন সিলেক্ট করুন।
  • টাকার পরিমান লিখুন (সর্বনিন্ম 20 টাকা)।
  • পিন (Pin) নম্বর দিয়ে সেন্ড করলে মোবাইলে টাকা রিচার্জ সম্পর্ন হয়ে যাবে।
আশাকরি, রকেট একাউন্ট থেকে টাকা রিচার্জ করার নিয়ম বুঝতে পারছেন।

রকেট অ্যাপ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম

  • প্রথমত আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে রকেট লিখে সার্চ দিতে হবে।
  • এরপরে প্লে স্টোর থেকে রকেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে।
  • তারপরে আপনার ফোনে রকেট অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে।
  • ৪ ডিজিটের পিন নম্বার দিয়ে রকেট অ্যাপ এ লগ ইন করতে হবে।
  • মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করতে হবে।
  • যে নাম্বারে রিচার্জ করবেন সে নাম্বার টাইপ করুন ( অথবা গ্রামীনসিম রবি বাংলালিংক এয়ারটেল টেলিটকসিম ) ইত্যাদি অপারেটর সিলেক্ট করুন।
  • যত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণ লিখুন অথবা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে হবে
  • আপনার রকেট একাউন্টের পিন নাম্বার দিন।
  • মোবাইল রিচার্জ সম্পূর্ন করতে নিচের গোলাপী অংশটি ট্যাপ করে দরে রাখুন কিছুক্ষণ
  • মোবাইল রিচার্জ হলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল নম্বরে কনফারমেশন এসএমএস চলে আসবে এবং মোবাইল রিচার্জ করা সম্পর্ন হবে।
আশাকরি আপনারা সহজে বুঝতে পারছেন, কিভাবে রকেট অ্যাপ দিয়ে মোবাইলে টাকা রিচার্জ করতে হয়।

নগদ একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম

বিকাশ ও রকেট মোবাইল ব্যাংকিং এর মতো নগদ মোবাইল ব্যাংকিং থেকে টাকা রিচার্জ করার নিয়ম অনেক সহজ। চলুন নিচে থেকে জেনে আসি।
  • প্রথমে *১৬৭# ডায়াল করুন।
  • মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করুন।
  • মোবাইল নম্বর অপারেটর সিলেক্ট করুন।
  • প্রিপেইড এবং পোষ্টপেইড অপশন সিলেক্ট করুন (আপনার যে নম্বর সেটা সিলেক্ট করুন)।
  • যে নম্বরে টাকা রিচার্জ করবেন সেই নম্বর লিখুন।
  • টাকার পরিমান লিখুন (সর্বনিন্ম 20 টাকা)।
  • ৪ ডিজিটের পিন নম্বর দিয়ে সেন্ড করে মোবাইল রিচার্জ সম্পর্ন করুন।
নগদ আপনাদের সুবিধার কথা চিন্তা নগদে চলছে সেরা মোবাইল রিচার্জ অফার। এখন নগদ থেকে মোবাইল রিচার্জ করলে পাবেন বেশি লাভ। দেশের সকল মোবাইল অপারেটর গ্রাহকরা নগদ থেকে দারুণ রিচার্জ অফার গুলো এনজয় করতে পারবেন।

নগদ অ্যাপ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম

  • প্রথমত আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে নগদ লিখে সার্চ দিতে হবে।
  • এরপরে প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে।
  • তারপরে আপনার ফোনে নগদ অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে।
  • এরপরে পিন নম্বার দিয়ে নগদ অ্যাপ এ লগ ইন করতে হবে।
  • মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করতে হবে।
  • যে নাম্বারে রিচার্জ করবেন সে নাম্বার টাইপ করুন অথবা গ্রামীনসিম রবি বাংলালিংক এয়ারটেল টেলিটকসিম ইত্যাদি অপারেটর সিলেক্ট করুন।
  • যত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণ লিখুন অথবা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে হবে।
  • আপনার রকেট একাউন্টের পিন নাম্বার দিন।
  • মোবাইল রিচার্জ সম্পূর্ন করতে নিচের গোলাপী অংশটি ট্যাপ করে দরে রাখুন কিছুক্ষণ
  • মোবাইল রিচার্জ হলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল নম্বরে কনফারমেশন এসএমএস চলে আসবে এবং মোবাইল রিচার্জ করা সম্পর্ন হবে।
আশাকরি আপনারা সহজে বুঝতে পারছেন, কিভাবে নগদ অ্যাপ দিয়ে মোবাইলে টাকা রিচার্জ করতে হয়।

উপায় একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম

অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মতো উপায় একাউন্ট থেকে আপনার ফোন নম্বারে“ টাকা রিচার্জ” করা যায়। চলুন তা দেখে নেওয়া যাক
  • প্রথমে *২৬৮# নম্বরে ডায়াল করুন।
  • মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করুন।
  • নম্বরের অপারেটর সিলেক্ট করুন।
  • প্রিপেইড বা পোষ্টপেইড অপশন সিলেক্ট করুন (আপনার যে নম্বর সেটা সিলেক্ট করুন)।
  • যে নম্বরে টাকা রিচার্জ করতে চান সেই নম্বর লিখুন।
  • কত টাকা রিচার্জ করতে চান সেটার পরিমান লিখুন (সর্বনিন্ম ২০ টাকা)।
  • ৪ ডিজিটের পিন নম্বর দিয়ে সেন্ড করুন।
দেখুন তো কত সুন্দর ভাবে উপায় একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ। আশা করছি আপনারা উপায়ে একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার প্রসেসিংটা বুঝতে পেরেছেন।

শিওরক্যাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম

রিচার্জ করুন আপনার মোবাইলে, যে কোনো সময়। আপনারা ঘরে বসে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিজের বা অন্য কারও মোবাইল নম্বরে টাকা রিচার্জ করতে পারবেন। আপনার শিওরক্যাশ একাউন্ট থেকে মোবাইলের রিচার্জ করতে পারবেন খুব সহজেই। কোন বাড়তি ফি নেই।

 ১। *৪৯৫# ডায়াল করে ইউএসএসডি মেনুতে প্রবেশ করুন।
২। ২ টাইপ করে “মোবাইল রিচার্জ” অপশনটি বেছে নিন।
৩। যে নম্বরটি রিচার্জ করতে চান সেই নম্বরটি লিখুন।
৪। আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন।
৫। প্রি-পেইড নাম্বারে রিচার্জ করতে ১ চাপুন এবং পোস্ট-পেইড নাম্বারে রিচার্জ করতে ২ চাপুন।
৬। যত টাকা রিচার্জ করতে চান তার পরিমানটি লিখুন।
৭। লেনদেনটি সম্পন্ন করার জন্য আপনার শিওরক্যাশ ওয়ালেটের/একাউন্টের ৪ ডিজিটের পিন নম্বরটি লিখুন।

সফলভাবে মোবাইল রিচার্জ সম্পন্ন হয়েছে। সবশেষে আপনি একটি লেনদেন নিশ্চিতকরণ এসএমএস পাবেন।

শেষ কথা - মোবাইলে টাকা রিচার্জ করার ০৮টি নিয়ম

আজকে আমরা জানলাম, মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে।মোবাইল ব্যাংকিং হিসেবে যে সমস্ত অপারেটর রয়েছে। সে সমস্ত অপারেটরে নির্দিষ্ট পরিমান টাকা থাকলে সেখান থেকে আপনি সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন। তবে আপনার কাছে যদি মোবাইল ব্যাংকিং এর কোন একটি একাউন্ট না থেকে থাকে। তাহলে আপনি যেই সিমে মোবাইল রিচার্জ করতে চান, সেই সিমের মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।

যে কোন সিমের মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিলে সেই মোবাইলের মধ্যে মোবাইলে চার্জ করার মতো একটি অপশন পেয়ে যাবেন। এবং সেই অপশনটি ব্যবহার করার মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন। এই সস্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। আর আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। ধন্যবাদ,


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাহারাব্লগ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url