বিদেশি টাকা কোন ব্যাংকে ভাঙ্গানো যায় ২০২৪ সম্পর্কে জানুন - বাংলাদেশে কোন কোন ব্যাংকে মানি এক্সচেঞ্জ করা যায় - বিদেশি ডলার আমি কিভাবে ভাঙ্গাবো

বাংলাদেশ থেকে কিভাবে আইআইটিতে ভর্তি হওয়া যায়প্রিয় পাঠক, আপনারা হয়তো জানতে চেয়েছেন বিদেশি টাকা কোন ব্যাংকে ভাঙ্গানো যায় এই সম্পর্কে।আমরা অনেক বাংলাদেশী রয়েছে যারা বিদেশে গিয়ে অনেক কর্ম করে নিজের দেশে অর্থ উপার্জন করে নিয়ে আসে। এই বিদেশি টাকা বা ডলার কোন ব্যাংকে ভাঙ্গানোর জন্য বাংলাদেশ কিছু মানি এক্সচেঞ্জ অফিস রয়েছে চলুন সেগুলো সম্পর্কে জেনে নেই।
বিদেশি টাকা কোন ব্যাংকে ভাঙ্গানো যায়
অতএব আপনি যদি এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন। তাহলে আপনি বিদেশি টাকা কোন ব্যাংকে ভাঙ্গানো যায় এবং আজকে ডলারের রেট কত এমনকি ডলার সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। যা ভবিষ্যতে আপনাদের উপকারে আসবে তবে চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে জেনে আসি বিদেশি টাকা বা ডলার কোন ব্যাংকে ভাঙানো যায় সেই সম্পর্কে বিস্তারিত ।

বিদেশি টাকা কোন ব্যাংকে ভাঙ্গানো যায় ২০২৪ - বিদেশি ডলার আমি কিভাবে ভাঙ্গাবো

বিদেশি টাকা কোন ব্যাংকে ভাঙ্গানো যায়
আপনারা হয়তো, জানতে চেয়েছেন বিদেশি টাকা কোন ব্যাংকে ভাঙানো যায়। তবে চলুন জেনে নেওয়া যাক বৈদেশিক মুদ্রা ভাঙ্গানো যায় কোথায় কোথায় । আমরা যখন বিভিন্ন কাজে দেশের বাইরে যে থাকে যেমন ভ্রমণের জন্য চিকিৎসার জন্য ব্যবসার জন্য ইত্যাদি। কাজে দেশের বাইরে যেতে হয় এর জন্য আপনাদের টাকা সেই দেশের টাকা অনুযায়ী কনভার্ট করে নিতে হয়। 

বিদেশি টাকা কোথায় ভাঙানো যায় অথবা দেশের টাকা দিয়ে বিদেশি টাকা কোথায় থেকে সংগ্রহ করা যাবে সেই প্রসঙ্গেই আজকের আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হবে। সাধারণত প্রত্যেকটা দেশের ভেতরে টাকা ব্যবহার করার জন্য আলাদা আলাদা যে মান অথবা নিয়ম রয়েছে সেগুলো অবশ্যই আমরা মেনে চলবো। 

বিশেষ করে আপনি যখন কোন দেশের বাইরে যাবেন তখন সেখানে যাওয়ার ক্ষেত্রে সেই দেশে কোন ভাবে মুদ্রা গুলো ব্যবহার করা হচ্ছে অথবা কোন মুদ্রার ভিত্তিতে সকল লেনদেন বা বিনিময় করা আছে সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। আর আপনি যে দেশে যাবেন সে দেশের মুদ্রা ভাঙ্গানোর জন্য যে নিয়ম রয়েছে সেগুলো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না।

প্রত্যেকটা দেশের এয়ারপোর্টে অথবা প্রত্যেকটা দেশের ভেতরে প্রবেশ করার পরে বিভিন্ন স্থানে আপনারা টাকা কনভার্ট করার অথবা টাকা ভাঙিয়ে নেওয়ার বুথ বা অফিস পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি যদি স্থলপথে যাওয়া আসা করেন তাহলে সেই দেশের বর্ডার ক্রস করার পরেই খুব সহজে টাকা এক্সচেঞ্জ করার বুথ বা নির্দিষ্ট অফিস পেয়ে যাবেন।

আর যদি এয়ার প্লেনে ভ্রমণ করে থাকেন তাহলে প্রত্যেকটা এয়ারপোর্টে আপনারা বুথ পেয়ে যাবেন যেখান থেকে বিভিন্ন দেশের টাকা কনভার্ট করে দেওয়া হয়ে থাকে। তাই এখানকার এই তথ্যের ভিত্তিতে আপনারা খুব সহজে বুঝতে পারলেন টাকা কোথা থেকে কনভার্ট করতে হয় অথবা যে কোন দেশের যে দেশভিত্তিক ব্যাংক রয়েছে সেখানে গিয়েও টাকা কনভার্ট করা যায়। 

বিশেষ করে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে অথবা প্রত্যেকটা দেশের যে রিজার্ভ ব্যাংক রয়েছে সেগুলোতে গেলে কিন্তু টাকা পরিবর্তন করে নেওয়া যায়। আবার আপনি যদি বিদেশে টাকা দেশের ভেতরে এসে কনভার্ট করতে চান তাহলে প্রত্যেকটা বিভাগীয় শহরে টাকা কনভার্ট করার জন্য মানি এক্সচেঞ্জ অফিস রয়েছে। ইন্টারনেটের যুগ সেহেতু আপনারা এই যুগে এসে খুব সহজে মানি এক্সচেঞ্জের অফিস আপনার শহরে কোথায় রয়েছে তা খুঁজে বের করে।

সেই স্থানে গিয়ে আপনি বিদেশী টাকাগুলো জমা দিলে কারেন্সি অনুযায়ী তারা আপনাদেরকে টাকার রেট প্রদান করবেন। দেশের ভিতরে বিদেশি টাকার যেসব ব্যাংকে ভাঙ্গিয়ে দেয় সেই সব ব্যাংকগুলো সর্বাধিক বিনিময় দাম পর্যন্ত ডলার ভাঙাতে পারেন তা ব্যাংক থেকে ব্যাংকে ভিন্ন হতে পারে। কিছু ব্যাংক হলেও বিশেষভাবে বেশি টাকা ভাঙতে দেয় না বরং কম দেয়। বাংলাদেশের অনেকগুলি ব্যাংক ডলার ভাঙায়, যেমন --

কোন কোন ব্যাংকে ডলার পাওয়া যায়

বাইরের দেশে যাওয়ার আগে আমাদের জানতে হবে কোন কোন ব্যাংকে ডলার পাওয়া যায় আমরা যদি কোন কারনে বাইরের দেশে যাওয়ার চিন্তা-ভাবনা করে থাকি তাহলে বাংলাদেশের টাকা দিয়ে ওই দেশের ডলারে কনভার্ট করে নিতে হবে । বাংলাদেশে বিদেশী ডলার ভাঙ্গার জন্য, আপনি অনুমোদিত মানি এক্সচেঞ্জ অফিস বা ব্যাংকগুলিতে যেতে পারেন যা মুদ্রা বিনিময় পরিষেবা প্রদান করে।

বিদেশী ডলার ভাঙ্গার জন্য আপনি এখানে কিছু পদক্ষেপ অনুসরণ করতে পারেন। বাংলাদেশের কোন ব্যাংকগুলো ডলার ভাঙ্গে, বাংলাদেশের বেশিরভাগ প্রধান ব্যাংকই মার্কিন ডলার সহ মুদ্রা বিনিময় সেবা প্রদান করে। তবে চলুন জেনে নেওয়া যাক কোন কোন ব্যাংকে ডলার পাওয়া যায় –
  • ব্র্যাক ব্যাংক,
  • সিটি ব্যাংক,
  • প্রাইম ব্যাংক,
  • বাংলাদেশ ব্যাংক ।
  • সাউথ ইস্ট ব্যাংক ।
  • এইচএসবিসি বাংলাদেশ।
  • ইস্টার্ন ব্যাংক লিমিটেড ।
  • ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনার চয়ন করা ব্যাংক বা বিনিময় পরিষেবা প্রদানকারীর উপর নির্ভর করে বিনিময় হার এবং ফি পরিবর্তিত হতে পারে। সর্বোত্তম চুক্তি পেতে আপনার বৈদেশিক মুদ্রা বিনিময় করার আগে চারপাশে ভালোভাবে যাচাই করে নিতে হবে ।

কোন কোন ব্যাংকে মানি এক্সচেঞ্জ করা যায়

কোন কোন ব্যাংকে মানি এক্সচেঞ্জ করা যায় তবে চলুন জানি । বাংলাদেশ ব্যাংক বৈধ মানি এক্সচেঞ্জের অনুমতি প্রদান করে। সচেতনতার লক্ষ্যে অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈধ মানি চেঞ্জারগুলো হলো --
  • ইনস্ট্যান্ট ক্যাশ।
  • প্লাসিড এক্সপ্রেস।
  • স্ট্যান্ডার্ড এক্সপ্রেস।
  • প্রভু মানি ট্রান্সফার।
  • ন্যাশনাল এক্সচেঞ্জ।
  • এ এইচ মানি চেঞ্জার,
  • এএসএন মানিচেঞ্জার,
  • এ্যাবকো মানি চেঞ্জার,
  • আব্দুল্লাহ মানি চেঞ্জিং,
  • লারি এক্সচেঞ্জ কোম্পানি।
  • হাবিব এক্সচেঞ্জ কোম্পানি।
  • চেঞ্জ এক্সচেঞ্জ কোং, বাহরাইন।
  • ট্রান্সফাস্ট রেমিটেন্স এল.এল.সি।
  • ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার।
  • ইউ.এ.ই এক্সচেঞ্জ সেন্টার এল.এল.সি।
  • আল আনসারী এক্সচেঞ্জ এল.এল.সি, ইউ.এ.ই।
  • এক্সপ্রেস মানি ফিনান্সিয়াল সার্ভিসেস।
  • মারকেনট্রেড এশিয়া সেন্ডিরিয়ান বেরহাদ।
  • রিয়া ফিনান্সিয়াল সার্ভিসেস, ইউ.এস.এ।
  • বিএফসি এক্সচেঞ্জ লিমিটেড (ই.জেড.রেমিট)।
  • লুলু ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এল.এল.সি।
  • ওরিয়েন্ট এক্সচেঞ্জ কোম্পানি এল.এল.সি।
  • ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ সেন্টার এল.এল.সি।
  • আল-ফালাহ এক্সচেঞ্জ কোম্পানি।
  • আল-আহালিয়া এক্সচেঞ্জ ব্যুরো কাতার।
  • ডলার এক্সচেঞ্জ কোং লিঃ ইউ.এস.এ।
  • আই.এম.ই রেমিট ইনকরপরেশন।
  • ওয়াল স্ট্রিট ফাইনান্স এল.এল.সি।
  • ইউ.এস মানি এক্সপ্রেস কোম্পানি ওমান।
  • আল জাদিদ এক্সচেঞ্জ এল.এল.সি।
  • ওমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অস্ট্রেলিয়া।
  • এস.বি.এক্স মানি প্রাইভেট লিমিটেড।
  • আই.এম.ই(এম) সেন্ডিরিয়ান বেরহাদ।
  • ব্যাংক আল বিলাদ জাপান।
  • ইস্ট বেঙ্গল এক্সচেঞ্জ ইনকরপরেশন।
  • হ্যালো পয়সা প্রাইভেট লিমিটেড ইতালি।
  • কালাম এন্ড সন্স মানিচেঞ্জার প্রাইভেট লিমিটেড,
  • এ আর মানি এক্সচেঞ্জ সেন্টার.
  • আফতাব চৌধুরী মানি চেঞ্জার.
  • আগ্রাবাদ মানি এক্সচেঞ্জ,
  • আহমেদ এক্সচেঞ্জ হাউজ,
  • আল-আমিন মানি চেব্ধার,
  • আল ঈমান মানি এক্সচেঞ্জ,
  • আলিফ মানি এক্সচেঞ্জ,
  • আলম মানি এক্সচেঞ্জ,
  • আলফা মানি এক্সচেঞ্জ,
  • আমান মানি চেঞ্জার,
  • আমিন মানিচেঞ্জার,
  • আমিশা পাড়া মানি এক্সচেঞ্জ,
  • অংকন মানি এক্সচেঞ্জ,
  • এ্যাসোসিয়েটেড মানি,
  • চেঞ্জিং কোম্পানি লিমিটেড,
  • এভিয়া মানিচেঞ্জার,
  • বি এম মানি এক্সচেঞ্জ,
  • বকাউল মানিএক্সচেঞ্জ,
  • বনফুল মানি এক্সচেঞ্জ,
  • বর্ষা মানি চেঞ্জিং সেন্টার,
  • বার্থা মানিচেঞ্জার,
  • বসুনিয়া মানি এক্সচেঞ্জ.
  • বেংগল মানি এক্সচেঞ্জ,
  • ভাই ভাই মানি এক্সচেঞ্জ,
  • ভাই ভাই মানি চেঞ্জার,
  • বিজয় মানি এক্সচেঞ্জ লিমিটেড,
  • বিনিময় মানি এক্সচেঞ্জ,
  • বিসমিল্লাহ মানি চেঞ্জার,
  • বিকেবি মানি এক্সচেঞ্জ.
  • বিএনকে মানি এক্সচেঞ্জ,
  • বগুড়া মানিচেঞ্জার,
  • বহুব্রীহি মানি এক্সচেঞ্জ,
  • বুড়িগঙ্গা মানি এক্সচেঞ্জ,
  • বুসরা মানি এক্সচেঞ্জ,
  • ক্যাপিটাল মানিচেঞ্জার,
  • কেস্ল মানি এক্সচেঞ্জ
  • সুমী মানি এক্সচেঞ্জ কোম্পানী।
  • এছাড়াও রয়েছে চকবাজার মানি এক্সচেঞ্জ.
  • চিস্তিয়া মানি চেঞ্জার,
  • সিটি মানিটরী এক্সচেঞ্জ,
  • কুমিল্লা মানি এক্সচেঞ্জ,
  • ক্রাউন মানি চেঞ্জার,
  • ক্রিস্টাল মানি এক্সচেঞ্জ,
  • কারেন্সি এন্ড কারেন্সি এক্সচেঞ্জ,
  • ডন মানি এক্সচেঞ্জ,
  • ডেল্টাব্যুরো ডি চেঞ্জ লিমিটেড,
  • ডিপেনডেন্ট মানি চেঞ্জার,
  • ঢাকা মানিচেঞ্জার,
  • দি ঢাকা মানি এক্সচেঞ্জ,
  • ঢাকা জনতা মানি এক্সচেঞ্জ,
  • ডায়মন্ড মানি এক্সচেঞ্জ সার্ভিসেস,
  • ডি,এন মানি চেঞ্জার,
  • ডলারকো এক্সচেঞ্জ,
  • ই কবির মানি চেঞ্জার,
  • ইপি মানি এক্সচেঞ্জ,
  • ইষ্টওয়েষ্ট মানি,
  • ইষ্টার্ণ ইউনিয়ন মানি চেঞ্জিং,
  • ইষ্টার্ণ মানি চেঞ্জার,
  • ইপসা মানি চেঞ্জার,
  • মৃদুলা মানি এক্সচেঞ্জ,
  • ফরিদপুর মানি এক্সচেঞ্জ,
  • ফেডারেল মানিচেঞ্জার,
  • ফোরসিস মানিচেঞ্জার,
  • ফয়েজ মানি এক্সচেঞ্জ,
  • ফ্রেন্ডস মানি এক্সচেঞ্জ,
  • গ্লোবনেট মানি এক্সচেঞ্জ,
  • গ্লোরী মানি এক্সচেঞ্জ,
  • গোমতী মানি এক্সচেঞ্জ,
  • গুড উইল মানি এক্সচেঞ্জ,
  • গ্রীন লাইন মানিচেঞ্জার,
  • হাসান মানিচেঞ্জার,
  • হযরত খাজা বাবা মুদ্রা বিনিময় কেন্দ্র.
  • হিমালয় ডলার মানি চেঞ্জার,
  • হিমু মানি এক্সচেঞ্জ,
  • এইচ এস মানিচেঞ্জার,
  • হুমায়ুন মানি এক্সচেঞ্জ লিমিটেড,
  • হক ইন্টারন্যাশনাল মানিচেঞ্জার,
  • হক মানি এক্সচেঞ্জ এন্টারপ্রাইজ.
  • হক মুদ্রাবিনিময়কারী,
  • আইডিয়েল মানি এক্সচেঞ্জ লিমিটেড,
  • ইমন মানি এক্সচেঞ্জ,
  • ইম্পেরিয়াল মানি এক্সচেঞ্জ,
  • ইন্টেরিম মানি,
  • ইসলাম মানিচেঞ্জিং,
  • ইসমাইল মানি চেঞ্জার,
  • ইসরাত মানিচেঞ্জার,
  • জাহানস্ মানি এক্সচেঞ্জ,
  • জাহেদ মানি চেঞ্জার,
  • জামি মানিচেঞ্জিং হাউজ,
  • যমুনা মানি এক্সচেঞ্জ,
  • জান্নাত ফরেন মানি এক্সচেঞ্জ,
  • জেবিকো মানি চেঞ্জার,
  • জেনী মানি এক্সচেঞ্জ.
  • যশোর মানি চেঞ্জার,
  • জিসান মানি,
  • কে এন্ড কে এক্সচেঞ্জ ইন্টারন্যাশনালন,
  • কাদের মানি এক্সচেঞ্জ,
  • কেয়া মানিচেঞ্জার এবং খান মানিচেঞ্জার।
  • এক্সচেঞ্জ, ওয়াদুদ মানি চেঞ্জিং, 
  • ওয়েল কাম মানি এক্সচেঞ্জ,
  •  ইয়র্ক মানি এক্সচেঞ্জ, 
  •  জেড এম মানি এক্সচেঞ্জ, 
  •  জামান মানিচেঞ্জিং এবং মেসার্স জাহাঙ্গীর মানি এক্সচেঞ্জার এ তালিকায় রয়েছে। 
উপরের যাবতীয় এই তথ্যগুলোর ভিত্তিতে আমরা যেকোনো ডলার বা বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ করতে পারে।

১ ডলার বাংলাদেশের কত টাকা ২০২৪

আজকের আলোচনায় আপনাদেরকে ডলার সম্পর্কিত জানিয়ে দিব। অর্থাৎ বাংলাদেশে আজকের ডলারের রেট কত। এবং ১ ডলার বাংলাদেশের কত টাকা । এবং এ ডলার বিশ্বের কোন কোন দেশের প্রচলিত মুদ্রা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া বিশ্বের উন্নত দেশ যেমন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন কোন দেশের মুদ্রা নাম ডলার টা জানিয়ে দিবচলুন জেনে নেওয়া যাক।

বাংলাদেশের এক ডলার সমান কত টাকা বিভিন্ন দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার।যেমন সিঙ্গাপুর, ব্রুনাই, জিম্বাবুয়ে,নামিবিয়া,কানাডা,যুক্তরাষ্ট্র,বার্বাডোস,ইকুয়েডর,গায়ানা,অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড,ফিজি,পূর্ব তিমুর সুরিনাম ইত্যাদি দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার। অর্থাৎ এই দেশগুলোতে মুদ্রার প্রচলন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

তবে ডলারের বিভিন্ন দেশ অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে। এ ডলারের পরিবর্তন হওয়াতে বাংলাদেশের অর্থনৈতিক সকল দিক দিয়েই প্রভাব পড়ছে। বিশেষ করে বাংলাদেশ আমদানিকৃত সকল পণ্যের নির্ধারিত মূল্য এই ডলারের উপর নির্ভর করে থাকে। তাই ডলারের মান বৃদ্ধি পেলে বাংলাদেশে উল্লেখিত সকল পণ্যের মান অত্যাধিকারের বৃদ্ধি পায়। তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের ১ ডলার সমান বাংলাদেশের কত টাকা?
  • ১ US ডলার -- ১০৯ টাকা ৭৬ পয়সা।
  • ১০০ US ডলার -- ১০,৯৭৬ টাকা।
  • ১০০০ US ডলার -- ১,০৯,৭১০ টাকা।
এই অনুযায়ী আজকের ২০২৪ এর ১ ডলার সমান বাংলাদেশের ১০৯ টাকা ৭৬ পয়সা। এই ডলার রেট প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। তাই প্রতিনিয়ত আপডেট তথ্য জানতে আমাদের এই ওয়েবসাইটের সাথেই থাকুন।

বাংলাদেশ ব্যাংক ডলার রেট আজকের ২০২৪

আমরা অনেকেই জানি যে বাইরের দেশের মুদ্রার নাম ডলার এবং বাংলাদেশের মুদ্রার নাম টাকা আজকের ১ ডলার সাথে আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে থাকেন তাহলে আপনারা আজকে বাংলাদেশি টাকায় ১১০ টাকা পাবেন এবং আপনারা যদি ১০ ডলারের সাথে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা এক্সচেঞ্জ করেন। তাহলে আপনারা বাংলাদেশী টাকায় ১১০০ টাকা পাবেন। 

আপনারা যদি আজকে ১০০ ডলার এক্সচেঞ্জ করেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাহলে আপনারা আজকে বাংলাদেশী টাকায় ১১০০০ টাকা পাবেন এবং আপনারা যদি ১০০০ ডলার এক্সচেঞ্জ করে থাকেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাহলে আজকে আপনারা ১১০০০০ টাকা পাবেন। তাহলে এতক্ষণ নিশ্চয়ই জানতে পেরেছেন যে এক ডলার সমান আজকে বাংলাদেশ ব্যাংকে কত টাকা।

ইসলামী ব্যাংক ডলার রেট

ইসলামী ব্যাংক ডলার রেট, আপনারা হয়তো জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংক ডলার রেট সম্পর্কে জানতে চেয়েছে সমস্ত প্রবাসী ও বাংলাদেশীদের স্বাগত। বন্ধুরা আজ আমরা এই অনুচ্ছেদের মধ্য দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে যে আজকের ইসলামী ব্যাংক ডলার রেট কত চলছে। বর্তমানে ইসলামী ব্যাংকে ১ ডলার সমান ১১০ টাকা ৭৫ পয়সা।

তো বন্ধুরা আমরা আশা করবো আপনারা আজকের এই পোস্টটি সম্পূর্ণরূপে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং আজকের বাংলাদেশ ব্যাংক ডলার রেট, আজকের এক ডলার সমান বাংলাদেশের কত টাকা, আজকের ইসলামী ব্যাংক ডলার রেট প্রভৃতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এছাড়াও আপনার যদি এই ধরনের ব্যাংক রেট সম্পর্কিত তথ্য আরো পেতে চান তাহলে অতি অবশ্যই সাহারা ব্লক ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

ডলার রেট ইন বাংলাদেশ সোনালী ব্যাংক

বাংলাদেশের জনপ্রিয় ব্যাংকগুলোর মধ্যে একটি হচ্ছে সোনালী ব্যাংক। বাংলাদেশের সাধারণ জনগণকে অনেক সুবিধা দিয়ে থাকে এই সোনালী ব্যাংক। যার কারণে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা সোনালী ব্যাংকে টাকা লেনদেন করে থাকে। তবে অনেক প্রবাসী ভাই রয়েছে যারা দেশের বাইরে থেকে ডলার পাঠিয়ে থাকেন।

সোনালী ব্যাংকে তাদের বিশেষ প্রয়োজন হয়ে থাকে সোনালী ব্যাংকের ডলারের রেট সম্পর্কে জানতে। আবার অনেকেই ডলারের মাধ্যমে টাকা লেনদেন করে। এজন্য অনেকেই জানতে চাই ডলার রেট ইন বাংলাদেশ সোনালী ব্যাংকে কত টাকা বর্তমানে। তাহলে চলুন দেখে নেয়া যাক ডলার রেট ইন বাংলাদেশ সোনালী ব্যাংকে কত টাকা হয়।
  • ১ -- ডলার সমান -- ১০৯ টাকা ৭৬ পয়সা ।
  • ১০ -- ডলার সমান -- ১০৯৭ টাকা ৬ পয়সা।
  • ৫০ -- ডলার সমান -- ৫,৪৭২ টাকা ৫ পয়সা ।
  • ১০০ -- ডলার সমান -- ১০,৯৭৬ টাকা ।
  • ৫০০ -- ডলার সমান -- ৫৪,৭২৫ টাকা ।
  • ১০০০ -- ডলার সমান -- ১০৯,৭৬০ টাকা ।

শেষ কথাঃ বিদেশি টাকা কোন ব্যাংকে ভাঙ্গানো যায়

পাঠক বিন্দুরা আপনারা এতক্ষণে হয়তো জেনে গেছেন বিদেশি টাকা কোন ব্যাংকে ভাঙ্গানো যায়। আপনি যদি ওপরের তথ্যগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানতে পেরে গেছেন যে কোন কোন ব্যাংকে ডলার পাওয়া যায় এবং বাংলাদেশ ব্যাংকে ডলার রেট কত এমনকি এক ডলার সমান বাংলাদেশের কত টাকা। 

আপনার যদি এই পোস্টটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার আশেপাশে বন্ধুদের কাছে শেয়ার করবেন। এমনকি এই পোস্ট বিষয়ে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করে জানাবেন। এতক্ষন এ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাহারাব্লগ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Click Here

Post Page Ad After Post Ends